রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
শনিবার(২৩ জুন) সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। এঘটনায় আরো ১৫ বাস যাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার কালিকাপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার শ্যামনাই গ্রামের জসিম উদ্দিনের পুত্র ট্রাক চালক শরিফ উদ্দিন(৩৬) ও দুখা শেখের পুত্র ট্রাকের হেলপার শফিকুল ইসলাম(৩০)।
রায়গঞ্জ থানার ফায়ার সার্ভিসের এসও মোজাম্মেল হোসেন জানান, ভোরে ঢাকা থেকে বগুড়া গামী আর কে পরিবহনের সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাক উল্টে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।