রায়গঞ্জে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুতল ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ গোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চান্দাইকোনা আকন্দপাড়ার জাহিদুল ইসলাম আকন্দের বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ চান্দাইকোনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে চান্দাইকোনা আকন্দপাড়ায় চাতাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম আকন্দের বাড়ির ছাদে ফরহাদ কাজ করছিলেন। এ সময় ছাদের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারের সঙ্গে ফরহাদের ছোঁয়া লাগে। এতে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দাইকোন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান খান বিষয়টি নিশ্চিত করেছেন।