সিরাজগঞ্জ

রায়গঞ্জে ধরাছোয়ার বাইরে মূল মাদক ব্যবসায়ীরা…

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জুড়ে মাদকের বেপরোয়া বানিজ্য চলছে। ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে মূল মাদক ব্যবসায়ী সিন্ডিকেট।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা ডিবি পুলিশ,স্থানীয় থানা পুলিশ কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকদ্রব্য বেচাকেনা বা সেবন রোধে মাঝে মাঝে অভিযানে মাদকদ্রব্য উদ্ধার বা দ্বিতীয় বা তৃতীয় সারির মাদকদ্রব্য ব্যবসায়ী বা সেবনকারীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও মাদকদ্রব্যের মূল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

অত্র উপজেলার চান্দাইকোনা,ধানগড়া,পাঙ্গাসী,ব্রম্মগাছা, সোনাখাড়া ও নলকা ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়ন ঘুরে জানা যায় যে, রায়গঞ্জ উপজেলার
মাদক স্পটগুলো নিয়ন্ত্রণ করছে প্রায় ২০ থেকে ৩০ জন মাদক ব্যবসায়ী।

এদের মধ্যে পুরুষের পাশা-পাশি নারী মাদক ব্যবসায়ীও রয়েছে। আর এসব মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করে নিকটস্থ পুলিশ। শুধু তাই নয় সোর্স হিসেবে প্রশাসনিক অগ্রিম বার্তা পৌছে দেয় বলে জানা যায়।