রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবরদ্ধ আ’লীগ পরিবার
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের অন্তর্গত দৈবজ্ঞগাঁতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পায়ে হেঁটে চলার একমাত্র রাস্তায় টিনের বেড়া দেয়ার ফলে একটি আ’লীগ পরিবার প্রায় তিন মাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ভুক্তভোগি ওই পরিবার স্থানীয় মুরুব্বি ও চেয়ারম্যানকে অভিযোগ করেও কোন সুফল পায়নি। ফলে চরম দুর্ভোগে পরেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৯ জুন) সরজমিনে গিয়ে জানা যায়, দৈবুজ্ঞগাঁতী গ্রামের মোজাহার আলীর (৭৫) মওলানা সুলতান আলী সেখ (৪০) তিন পুত্র মোজদার আলী সেখ (৫০), ও শহিদুল সেখ (৩২) এর সাথে প্রায় বিশ বছর পূর্ব হতে দৈবজ্ঞগাঁতী মৌজার ১৪৫ নং খতিয়ানের (আর এস) ৪৮৮ নং দাগের ৬ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র রমজান আলী সেখ (৫৫), জাফর আলী সেখ (৪৫),আশরাফ আলী সেখ (৩৭),আসাদুল সেখ (৩২) ও জাহিদুল সেখ (২৭) এর সাথে বিরোধ চলে আসছিলো।
সেই জের ধরে দফায় দফায় গ্রাম্যশালিশের রায় অমান্য করে মোজাহারের পুত্ররা মিথ্যা মামলা মোকদ্দমার মাধ্যমে মৃত আফজাল সেখের পুত্রদের হয়রানি করে আসছিলো । কিন্তু আফজাল সেখের পুত্ররা আর্থিক সংকটের কারণে পাল্টা মামলা না করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তির জোর দাবী জানান।
সেই দাবীর প্রেক্ষাপটে ৯নং ব্রম্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন চুড়ান্ত নিষ্পত্তির জন্য (১ নভেম্বর ২০১৬) অত্র গ্রাম- আদালত সমক্ষে বাদী ও বিবাদীর উপস্থিত যুক্তিতর্ক ও প্রমাণপত্র পর্যালোচনা পূর্বক সর্বসম্মতিক্রমে আদেশ প্রদান করেন যে,বিবাদী মুজাহার আলী গংকে ছয় শতাংশ জমিতে বেদখলের জন্য না যাওয়ার এবং বাদী মো. রমজান আলী গংকে বর্তমানের ন্যায় বসবাস করার জন্য নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে মুজাহার আলী গং বেদখলের জন্য না গেলেও চলাচলের রাস্তা সংলগ্ন খোলা জায়গায় প্রতিনিয়ত পায়খানার মলমূত্র, গোবর ও বর্জ ফেলে দূগন্ধ সৃষ্টি করে তাদের বসবাসের বিগ্ন ঘটায় । বিষয়টি স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে বার বার নিষেধ করা সত্বেও না মানায় (১৬ আগষ্ট ২০১৭) স্থানীয় ৩৫ জন জনসাধারণ স্বাক্ষরিত মোজাহার আলী গং এর বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন রমজান আলী সেখ।
অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাহী অফিসার ইকবাল আখতার সরজমিনে পরিদর্শন করার জন্য উপজেলা সেনিটেশন অফিসার ইমদাদুল হককে দায়িত্ব দেন । সেনিটেশন অফিসার সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা প্রমান পেলে নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন। পরে নির্বাহী অফিসার বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। নোটিশ এর তারিখ অনুযায়ী উভয় পক্ষ সমবেত হলে বিবাদী মোজাহার আলী গং তার কর্মকান্ড ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী অফিসার মানবিক দৃষ্টিতে ক্ষমা করে দেন এবং চলাচলের রাস্তা সংলগ্ন খোলা জায়গায় পায়খানার মলমূত্র, গোবর ও বর্জ ফেলতে নিষেধ করেন।
অবরদ্ধ পরিবারের ভুক্তভোগী মো. রমজান আলী সেখ কান্না কন্ঠে বলেন, প্রায় ৩ মাস ধরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে মোজাহারের পুত্ররা বাড়ীর পিছনের চাপা গোলির ভিতর দিয়ে অনেক কষ্টে বাড়ী থেকে বের হতে হচ্ছে। এভাবে আর কত দিন? আমরা কি স্বাধীন রাষ্ট্রে বসবাস করিনা? আমরা আ’লীগ পরিবার সারা জীবন নৌকায় ভোট দিয়েছি কেউ কি নেই আমাদের পাশে দাঁড়ানোর?
এব্যাপারে ৯নং ব্রম্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন,জমি নিয়ে দীর্ঘ দিন যাবত তাঁদের মাঝে বিরোধ চলে আসছে। বিষয়টি আমি অবগত হয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখে গ্রাম-আদালতের মাধ্যমে মীমাংসা করে দিয়েছিলাম। তারপরও আমি জানতে পারি যে রমজান আলীর পরিবারকে বিভিন্ন ভাবে নির্যাতন তারা। বিষয়টি জানার পর বেশ কয়েকবার মোজাহারের বাড়ীতে গিয়ে আমি তাদের বোঝানের চেষ্টা করে ব্যার্থ হয়েছি। আসলে ওদের অদৃশ্য শক্তির উৎস কোথায় আমার জানা নেই।
অভিযোগের বিষয়ে মোজাহার আলীর বড় ছেলে মোজদারকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।