রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জ ধানগড়ায় টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে একজন খুন।

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া প্রামানিক পাড়া গ্রামে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দেবর-ননদের মারপিটে ভাবি জেসমিন (৩১) খুন হয়েছেন। এ ঘটনায় চাচা শ্বশুর আস্তাহার আলীকে পুলিশ গ্রেফতার করেছে। রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, উক্ত গ্রামের দোলন প্রামানিকের স্ত্রী জেসমিন খাতুনের সাথে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দেবর আবুল কালাম প্রামানিক ও ননদ সূর্য খাতুনের সাথে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল।  এরই জের ধরে বুধবার রাতে দেবর-ননদ জেসমিনকে মারপিট করে। একপর্যায়ে কাঠের পিঁড়ি দিয়ে তার মাথার পিছনে সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে  শ্বশুর বাড়ির লোকজন বিষয়টিকে আত্মহত্যার প্রচার চালায় এবং জেসমিনকে গলায় রশি দিয়ে স্বামীর শয়ন ঘরে ধর্ণার সাথে ঝোলানোর চেষ্টা করে। এ সময় প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘাতকেরা জেসমিনের গলায় মোড়ন দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।  বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আস্তাহারকে গ্রেফতার করা হয়। দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রউফ মিয়া ও ওসি পঞ্চনন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।