রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে মূর্তিসহ ২ যুবক আটক, থানা থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মূর্তিসহ আটককৃত ২ যুবককে রায়গঞ্জ পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হালদার পাড়ায় মৃত অখিল হালদারের ছেলে সমর হালদার(৩৫) মানিকগঞ্জ জেলার শিবাইল থানার উলাইল গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন(৩২) এর কাছ থেকে নগদ ১ লাখ টাকা দিয়ে একটি স্বর্ণের মূর্তি কিনে নেয়। পরে ঐ মূর্তির উপর সন্দেহ হলে এলাকাবাসী ৯৯৯ এ অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়গঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম এস. আই জাহিদ হাসান, এ. এস. আই আব্দুল বারিক ও সঙ্গীয় ফোর্স সহ তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। প্রতারক চক্রের মূল হোতা স্বর্ণের মূতিসহ আটক করার পরেও ছেড়ে দেয়ায় বিষয়টি এলাকাবাসী প্রতারকের ছবিসহ গণমাধ্যম কর্মীদের অবহিত করে। বিষয়টি নিশ্চিত হতে একদল সাংবাদিক রবিবার (৬ জানুুুয়ারী-২০১৯) সকাল ১১টার দিকে রায়গঞ্জ থানায় গেলে ওসি ও ওসি তদন্ত অনুপস্থিতির সুযোগে গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে গড়িমসি করার ১ঘন্টা পরে ডিউটি অফিসার এস. আই বিপ্লব জানান, আসামীদ্বয় লকআপে রয়েছে। লকআপে থাকা ২জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সন্ধ্যায় ধৃত আসামী সমর ও দেলোয়ার নয়। এরা হলো নাটোর জেলার সিংড়া থানার ক্ষিরপোতা গ্রামের মোঃ আজমলের ছেলে আরিফুল ইসলাম(৩২) ও একই থানার পিপুল সুন্দরীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন সরদার(৩৫)। এ ব্যাপারে ওসি পঞ্চনন্দ ছুটিতে থাকায় ওসি তদন্ত শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মূর্তির বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে এ. এস. পি রায়গঞ্জ সার্কেল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওসি তদন্তের সাথে যোগাযোগ করার কথা বলেন। পুলিশের এ রহস্যজনক আচরনে স্তম্ভিত হয়ে গেছে গণমাধ্যমকর্মীসহ এলাকাবাসী।