রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮৮. ০০০হাজার টাকা জরিমান
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানো ও শ্যামনাই গ্রামে এমন অবৈধ কয়লা তৈরি ও ট্রাকের শব্দ দূষণ এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ শব্দ করা হয়েছে।
গতকাল সকালে
সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স
আলীম কয়লা ফ্যাক্টরী শ্যামনাই বটতলা, রায়গঞ্জ প্রতিষ্ঠানের স্বওাধিকারী আব্দুল আলীম অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা বাননো প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এই আইনের বলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ তানজিল পারভেজ।
অপরদিকে কড্ডার মোড় এলাকায় শব্দ দূষণকারী ট্রাক মেসার্স সবুজ পরিবহণ সরিষাবাড়ী, জামালপুর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংরক্ষিত ২০১০) এর ধারায় স্বওাধিকারী ফরহাদ কে ৪.০০০ ( চার হাজার টাকা) জরিমানা করা হয়। এবং মেসার্স করতোয়া কুরিয়ার সার্ভিস শেরপুর বগুড়া স্বওাধিকারী মোঃ আব্দুল মান্নানকে ৪.০০০ টাকা জরিমানা করা হয়। এই ভাম্যমান আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের একিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুর রহমান,।
ইতিপুর্বে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এবং পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ এর দৃষ্টিতে আসে এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান সময় উপস্থিত ও সহযোগীতায় ছিলেন,পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের পরিচালক আব্দুল গফুর ও সলংগা থানাও সিরাজগঞ্জ সদর হায়ওয়ে পুলিশ সহযোগিতা করে।