রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামীলীগের ৩ নেতা বহিষ্কারর !

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার (৫মার্চ -২০১৯) দুপুরে এক সংবাদ সম্মেলনে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসান শোভন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস এবং যুবলীগের সাধারণন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সুমন সরকার। মঙ্গলবার দুপুরের দিকে রায়গঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার, সাইদুল ইসলাম চান, আমজাদ হোসেন ছানা, সাধারণ সম্পাদক খন্দকার শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম তালেবসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ৩ মার্চ বিকেলে আ.লীগের নির্বাচনী কর্মীসভায় বহিষ্কৃতরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাইক্রোবাস ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে দলীয় শৃংখলা ভঙ্গ করে। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।