রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে তিনদিন ধরে প্রেমিকার অনশণ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের পৌরসভা এলাকার ধানগড়া পালপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে ৩দিন ধরে প্রেমিকার অনশন চলছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিক থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১০সেপ্টেম্বর বিকাল ৬টা) বিয়ের দাবীতে এই অনশন চলছে। সরেজমিনে গিয়ে অনশণরত সোনিয়ার সঙ্গে কথা বলে জানাযায়, রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আবু বক্কার ছিদ্দিকের মেয়ে মালয়েশিয়া প্রবাসী মোত্তাকীনের স্ত্রী সোনিয়া(১৮) একই এলাকার ধানগড়া পালপাড়া গ্রামের মো. আবু বাছারের পুত্র মোঃ সাদ্দাম হোসেন(২৬) এর সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এক পর্যায়ে সোনিয়া খাতুন প্রেমিক সাদ্দামের সাথে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করলে বিষয়টি এলাকার সাধারণ মানুষের মাঝে জানাজানি হয়। তখন তার শশুর বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে সোনিয়ার স্বামীকে দিয়ে প্রায় তিনমাস পূর্বে ডিফোর্স দেয়। এরই এক পর্যায়ে রবিবার সকালে সোনিয়া তার প্রেমিক সাদ্দামের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করে। সোনিয়া জানান, সাদ্দাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানান জায়গায় ঘুরতে নিয়ে যান ও দৈহিক সম্পর্ক গড়ে তোলেন।
এদিকে স্বামী কতৃক তালাকের পর থেকেই সাদ্দাম কে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু সাদ্দাম বিয়ের ব্যাপারে এড়িয়ে যেতে থাকেন। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে বিয়ের দাবীতে অনশণ শুরু করেন। এদিকে প্রেমিকের বাড়িতে অনশণে আসলে প্রেমিকের মা ও বোন তাকে শারিরীক ভাবে নির্যাতন করেন বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে প্রেমিক সাদ্দামকে মুঠোফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি প্রেমের বিষয় অস্বীকার করে বলেন এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটি মহল আমাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিত ভাবে এগুলো করছে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ জানান, এমন ঘটনার কথা শুনিনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।