রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ পারভেজ সরকার, রায়গঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আ:লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্র, ডাক, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, গৃহায়ন, গণপূর্তমন্ত্রী ও বর্ষিয়াণ রাজনীতিবিদ প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মাদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় উপজেলা আ:লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপেিত্বে দোয়া মাহফিল ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, জেলা পরিষদ সদস্য ডা: গজেন্দ্র নাথ মাহাতো, উপজেলা আ:লীগের সহ-সভাপতি ছাইদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা আ:লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আ:লীগের অঙ্গ সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা সভাশেষে প্রয়াত নেতা মোহাম্মাদ নাসিমের স্বরণে বিশেষ দোয়া ওমোনাজাত করা হয়।