রায়গঞ্জের শ্রীরামপুর মাদ্রাসায় আজীবন সদস্য সভা
আব্দুল কুদ্দুস তালুকদার :
আজ শুক্রবার রায়গঞ্জের সোনাখাড়া ইউপির ইসলামপুর ( শ্রীরামপুর) মাদ্রাসা মাঠে বাদ জুমা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্যদের বার্ষিক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় প্রবীন শিক্ষক আলহাজ্ব আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন উত্তবঙ্গের কওমী মাদ্রাসা তানজিম বোর্ডের সহ -সভাপতি এবং বেতুয়া মাদ্রসার মোহতামিম মাওলানা মাহমুদুল আলম। সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন নিমগাছি ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ তালুকদার, সমাজ সেবক আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, হারুনার রশীদ মাস্টার, আব্দুর রশীদ মাষ্টার, সমাজকর্মী নাসির উদ্দীন প্রামানিক, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মাদ্রাসার সেক্রেটারী ডাঃ রেজাউল করিম, শ্রীরামপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা আতাউর রহমান। আয়োজক সূত্র জানায়, সভায় প্রায় সাতশ সদস্য উপস্থিত ছিলেন। জয় বাংলা ষ্টোর নিমগাছি, সিরাজগঞ্জ