রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরন ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

নারী পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব– রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রায়গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীর মাঝে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাইসাইকেল বিতরণ করেছেন।

শুক্রবার (১১জুন) দুপুরে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে – রায়গঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে- বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যান্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুমিন। তিনি তার বক্তব্যে বলেছেন, নারী পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব। কোনো কাজ কে নারী বা পুরুষের জন্য নিদৃষ্ট করা ঠিক নয়। বৃত্ত ভেঙ্গে সকল কাজে নারী পুরুষের সমান অংশ গ্রহণ আজ সময়ের দাবি। সরকার এ লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ৫০ টি সাইকেল হয়তো একটি উপজেলার জন্য কিছুই নয়, কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখলে দেখা যাবে, এই ৫০ জন ছাত্রী কে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, এসিল্যান্ড সুবীর কুমার দাস, ওসি শহীদুল ইসলাম, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ডাঃ মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রীরা, গণ্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।