রাত পোহালেই সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রাত পোহালেই সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির মাধ্যমে ০১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা শাহজাদপুর পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ১৬০টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ সম্পন্ন জেলা নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশনা প্রদান করেছেন।
উপ-নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৭৮০জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার ২ লক্ষ ৫ হাজার ৪৩৭ জন রয়েছেন। উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা (প্রতীক নৌকা), জাতীয় পার্টি মনোনিত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোক্তার হোসেন (প্রতীক লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হুমায়ূন কবির (প্রতীক মোটরগাড়ী) মোট ৩ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছেন।
উল্লেখ যে, শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন ২৪ জুন প্রথমবার কোভিডে আক্রান্ত হন। সুস্থ হয়ে তিনি একটি টিকাও নিয়েছিলেন। এরপর ২২ জুলাই আবারও তার কোভিড পজিটিভ আসে। তখন তাকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে ৩০ অগাস্ট উন্নত চিকিৎসার জন্য স্বপনকে তুরস্কের মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করলে এ আসনটি শুন্য ঘোষণা করা হয়।