জাতীয়

“রাজশাহীর পুঠিয়ায় আম বাগানে ঝুলন্ত মরদেহ”

রাজশাহীর পুঠিয়ায় আম বাগানে থেকে আবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বিড়ালদাহ এলাকার মাইপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল মাইপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। পুঠিয়া থানার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান ভুইয়া (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও আড়ৎ থেকে বাসায় আসে ঘুমিয়ে পরেন আবুল হোসেন (৬০)। কিন্তু, সকালে নবীর উদ্দিনের আম বাগানে আবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী ও তার আত্বীয়রা। নিহত আবুলের বাড়ি থেকে পাঁচশত গজ দূরে এ আম বাগান অবস্থিত। এর আগেও ২ বছর আগে নিহত আবুলের স্ত্রীকে শাহানাজ বেগম কে নিজ ঘরে খুন করে দূরবৃত্তরা।

পুঠিয়া থানার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান ভুইয়া (পিপিএম) জানায়, আমরা খবর পেয়ে আবুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছি। ময়নাতদন্তর জন্য রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। তার মুখ গেঞ্জি দিয়ে বাধা ছিল। সে সময় পরে থাকা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আপাতত থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি :