জাতীয়

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১ নিহত

রোববার দিবাগত রাতে ভাটারা থানার এক শ ফিট গরুর হাট এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে রাজধানীর গুলশানের ভাটারা এলাকায় এক ‘বন্দুকযুদ্ধে’ শরিফুল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন।

ভাটারা থানার উপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলকে বলেন, এ ঘটনার পর ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। নিহত যুবকের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না তাও জানা নেই। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার গভীর রাতে শরিফুলকে মৃত ঘোষণা করা হয়।