সারাদেশ

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল গৃহবধূর

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিনা বেগম (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া জকুরটল গ্রামে এ দূঘর্টনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের ইউপি সদস্য নুর আমিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাইস কুকারে ভাত রান্না করতে রান্না ঘরে যান তাহমিনা। সেখানে রাইস কুকারের সুইচ অন করা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হন তিনি। পরে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।