রতনকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
“শেখ হাসিনার দর্শন” ঘরে ঘরে উন্নয়ন”এই প্রতি প্রাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০-মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মাহবুবুর রহমান।
২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়নের সম্ভাব্য আয় ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৯৪৮ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৯৮১টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ৯৬৭ টাকা।
বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশার ও সাধারণ মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরেন এবং খোলামেলা বক্তব্য রাখেন।এসময় বাজেট নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়াও সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো,ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু সহ সকল ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য ইমদাদুল হক হিরন।