রতনকান্দিতে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২।
রোববার (৩-অক্টোবর) বিকেল ৩টায় বাহুকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আমিনুর রহমান,সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আল আমিন চৌধুরী,এজিএম (এম,এস) রফিকুল ইসলাম।
এসময়ে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আল আমিন চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জিওবি, বাপবিবো এবং এডিবি’র অর্থায়নে কৃষকদের সার্বিক উন্নয়নে তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের জন্য বিশেষ অনুদানে অত্যন্ত কম মূল্যে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্ৰহণ করেছে। প্রকল্পের আওতায় ৫ টি ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণীর গ্ৰাহকরা এই সুবিধা পাবে। প্রতিটি প্যাকেজে মালামাল সরবরাহ, স্থাপন, কৃষকদের প্রশিক্ষণসহ ৫ বছরের ওয়ারেন্টি থাকবে। এছাড়াও এ প্রকল্পের আওতায় পানি উত্তোলন ও সরবরাহ, পুকুরে মাছ চাষ, ঘাস চাষ বা গবাদি পশু পালনের জন্য পানি উত্তোলন, ব্যাটারী চার্জিং সহ উৎপাদিত বিদ্যুৎতের অন্যান্য বহুমুখী সুবিধাদির কথা উল্লেখ করেন।
এসময় পল্লী বিদ্যুৎতের সাধারণ গ্রাহক,সেচ সুবিধা প্রদানকারী গ্রাহকগণ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।