সিরাজগঞ্জ

রতনকান্দিতে ইছামতী নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদকঃ

 সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতী নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব। 
সরজমিন গিয়ে জানা যায়, বাঙ্গলা ড্রেজার দিয়ে ইছামতী নদী থেকে কয়েকদিন ধরেই চলছে অবৈধ পন্থায় বালু উত্তোলন আর এতে ভাঙনের হুমকিতে রয়েছে রাস্তা, নদীর তীরে অবস্থিত কয়েকটি বসতভিটা এবং নদী পাড়ের কিছু ফসলি জমি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ইছামতী নদী থেকে বেশ কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং এই ড্রেজার ব্যবসা চালাচ্ছে ইউনিয়নের আগবয়রা গ্রামের মৃত রহিম বক্সের পুত্র রব্বানী নামের এক ব্যক্তি। নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে আমাদের বাড়িসহ কয়েকটি বসতি, ফসলি জমি ভাঙনের হুমকির মুখে পড়েছে। 

এ বিষয়ে জানতে ড্রেজার মালিক রব্বানীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা  হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।