জাতীয়

রংপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১: পুলিশ

রংপুরের পৌর এলাকার টাংরির বাজারে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত রফিকুল হারাগাছ পৌর এলাকার হরিণচড়া গ্রামের মৃত আহসান আলীর ছেলে। ঘটনাস্থল থেকে ১৯৬ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকা থেকে আজ রোববার ভোরে রফিকুল ইসলাম ওরফে অপি নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান জানান, হারাগাছে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে—এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের মর্গে নিহত রফিকুলকে নিকটজনেরা দেখতে এলেও তাঁর মৃত্যুর বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।