কাজিপুর

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার-কাজীপুরে

সিরাজগঞ্জের কাজীপুর থানা পুলিশ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল নয়টায় স্থানীয় সংবাদের ভিত্তিতে কাজীপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান, জুবাইদুল ইসলাম, মনিরুজ্জামান রকি,এসআই আসলাম, ফারুক হোসেনকে নিয়ে গান্ধাইল ইউনিয়নের মনসুর আলী সড়কের চরবেতগাড়ী পাকা রাস্তার পাশে ঘটনাস্থলে পৌঁছেন।

সেখানে বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে তৈরি হওয়া গর্ত থেকে বস্তাবন্দী অবস্থায় ওই লাশ উদ্ধার করেন। ওসি জানান, লাশটি পাটের বস্তায় সম্পূর্ণ মোড়ানো ছিল। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ধারণা করা হচ্ছে তিন চারদিন পূর্বে হত্যা করে বস্তাবন্দি করা হয়েছে। এই ঘটনায় গান্ধাইল ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলাম বাদী হয়ে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।