জাতীয়

যমুনা সার কারখানায় চুরি করা তরল অ্যামোনিয়াসহ ট্রাক আটক

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ
দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় তরল এ্যামোনিয়া ভর্তি ২০সিলিন্ডার চুরি করে নেয়ার সময় ২টি ট্রাক আটকের ঘটনা ঘটেছে।এ ঘটনা তদন্তের জন্য কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গতকাল বুধবার গঠন করেছে কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানাগেছে, যমুনা সার কারখানায় এমপিআইসি বিভাগে তালিকা ভুক্ত কারখানার তরল এ্যামোনিয়া ডিলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এলাকার মেসার্স আবুল কালাম আজাদ, জামালপুরের সর্দার পাড়ার মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ এবং সরিষাবাড়ী উপজেলার কান্দার পাড়া এলাকার মেসার্স আর এম এন্টারপ্রাইজ ১০৩ টি তরল এ্যামোনিয়ার খালি সিলিন্ডার তরল অ্যামোনিয়া গ্যাস ভর্তির জন্য কারখানা কর্তৃপক্ষের নিকট জমা দেয়। কিন্তু অগ্নিকান্ডে কারখানা বন্ধ থাকায় গত ১০ ডিসেম্বর তরল এ্যামোনিয়া ডিলাররা খালি সিলিন্ডার গুলো ফেরৎ নেয়ার আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। সোমবার বিকেলেই ডিলাদের ট্রাক যার নং-ঢাকা মেট্রো-ন-১১-৭৮৪৯ এবং ঢাকা মেট্রো-ন-১৫-৪৫৯২ খালি সিলিন্ডার গুলো অ্যামোনিয়া কেন্দ্র থেকে লোড করে কারখানার গেইট দিয়ে বের হয়ে যাওয়ার সময় সিনিয়র ক্লার্ক ফরিদ মিয়া ও নিরাপত্তা প্রহরী মহি উদ্দিনের সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে। পরে কারখানার নিরাপত্তা রক্ষী মহিউদ্দিন এবং সিনিয়র ক্লার্ক ফরিদ ট্রাক দুটোতে যাচাই করে ১০৩টি খালি সেলেন্ডারের মধ্যে চুরি করে নিয়ে যাওয়া তরল এ্যামোনিয়া ভর্তি ২০ টি সিলিন্ডার উদ্ধার করে। কারখানার সিবিএ’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জাহাঙ্গীরের ভাই মোর্শেদ তার ভাইয়ের ক্ষমতার দাপটে চুরি করে নিয়ে যাওয়া তরল এ্যামোনিয়া ভর্তি ২০ টি সিলিন্ডারসহ ট্রাক দুটি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তা দেয়নি বলে জানা গেছে। বর্তমানে যমুনা সারকারখানা বন্ধ থাকলেও একটি চক্র পরিকল্পিত ভাবে সিলিন্ডার ভর্তি তরল এ্যামোনিয়া অসদুউপায়ে কারখানা থেকে নিচ্ছে বলে সুত্রে জানা গেছে।এ ঘটনা তদন্তের জন্য কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ বাহাদুর আলীকে আহবায়ক করে ৪সদস্যের তদন্ত কমিটি তদন্ত করে ৪ দিনের মধ্যে নির্দেশ প্রদান করেছে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে জলি বেগম স্বাক্ষরিত পত্র জারী করেছে বলে জানা গেছে।