যমুনা বিধৌত চোহালীর খাস কাউলিয়া বালিকা বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান
মাকছুদা খাতুন সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জজেলার দূরগম চর যমুনা বিধৌত চোহালী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ খাস কাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী কেরামবোড ও ফুটবল প্রদান করা হয়।
৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে স্কুলে উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান ক্রীড়া সামগ্রী বিতরন কালে তিনি বলেন, ছাত্রীদের পড়াশুনায় মনোযোগির পাশাপাশি অবশ্যই খেলাধূলা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে মেয়েরা ক্রীড়াংগনকে উজ্বল করবে, সুন্দরদেশ গড়বে। কোন ক্রমেই বাল্য বিবাহ নয়,কেউ বাল্য বিবাহর শিকার হলে আমাদের কে জানালে ব্যবস্হ া গ্রহন করবো।
এসময় স্কুলের শিক্ষক,ছাত্রীরা, অভিভাবকের অনেকেই উপস্হিত ছিলেন।