যমুনায় বরযাত্রীর নৌকা ডুবে ২জন নিহত, নিখোঁজ ৬
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বিয়ের বরযাত্রী বোঝাই নৌকা ডুবে ২ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ৬ বরযাত্রী। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রীবোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল।
নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে ৮ বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে