যমুনায় পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ৩০ হাজার মানুষ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
যমুনা নদীর পানি বিপদসীমার ২৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরাঞ্চলসহ শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তার ধারে পলিথিনসহ ঝুপড়ি তুলে আশ্রয় নিচ্ছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। বিশেষ করে চরাঞ্চলে উচু জায়গায় না থাকায় তারা আরও বেশে বিপাকে পড়েছে। কৃষক পরিবারগুলো গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত কোন সহায়তা পৌঁছেনি পানিবন্দী মানুষের কাছে। ধান-পাটসহ শাক-সব্জজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। চারদিকে পানি থৈ থৈ করায় ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে। এছাড়াও ভাঙ্গনের কারণে অনেকে বসতভিটা-ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু জানান, ইউনিয়নের ১৫-১৬টি গ্রামে পানি উঠেছে। এতে প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরাঞ্চলের দরিদ্র মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রাথমিক পর্যায়ে ২০২ মেট্টিক টন চার উপজেলাওয়ারী বরাদ্দ দেয়া হয়েছে।