সারাদেশ

মৌলভীবাজারে গভীর রাতে বাঁধ ভাঙ্গনে শতাধিক পরিবার পানিবন্দি

আবির হোসাইন শাহিন :

মৌলভীবাজার টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পৌর এলাকার রামপাশায় ভাঙন দেখা দিয়েছে। এতে প্রবল স্রোতে পানি ঘরবাড়িসহ লোকালয়ে প্রবেশ করায় কমলগঞ্জ পৌর এলাকার রামপাশাসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত ও শতাধিক পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হওয়ায় ভেসে গেছে পুকুর ও ফিসারীর কয়েক লাখ মাছ। এতে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবারের মানুষ।