মেজর মামুনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী
সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-বিএনএমের মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমাবার ১ জানুয়ারি বিকেলে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন এর কর্মিসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনকে সমথর্ন দেন । আব্দুল হাকিম আওয়ামী লীগের সাবেক নেতা ও বিএনএমের চৌহালী উপজেলা শাখা’র সভাপতি। আব্দুল হাকিম বলেন, দলীয় সিদ্ধান্তে আমি নির্বাচন থেকে সড়ে যাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী ( কাঁচি প্রতীক) মেজর মামুন সৎ ও যোগ্য বলে আমি তাকে সমর্থন করছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিস সিকদার, শহিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ আরু অনেকেই। এ আসনে আওয়ামী লীগের আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল,জাতীয় পার্টির ফজলুল হক ডনু , কৃষক শ্রমিক জনতা লীগের এডভোকেট নাজমুল হক, বিএনএমের আব্দুল হাকিম, স্বতন্ত্র মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস প্রতিদ্বন্দ্বী করছিলেন। বিএনএমের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম সড়ে দাঁড়ানোয় প্রার্থী কমে ৫ জন হলো।