মুর্তি ভাংচুরের অভিযোগে শাহজাদপুরে যুবক গ্রেফতার
শাহজাদপুর সিরাজগঞ্জের উপজেলার খুকনী ইউনিয়নে পালপাড়া গ্রামে মুর্তি ভাংচুরর ঘটনা ঘটেছে
শনিবার এ ঘটনা ঘটেছে এনায়েতপুর উপজেলার পালপারা গ্রামের পালপাড়া কালিমন্দিরে ।মুর্তি ভাংচুরের অভিযোগে এনায়েতপুর থানার মোঃ আল আমিন (২৩) পিতা সোনাতলার মোজাম্মেল হকের ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ।
মন্দিরের সভাপতি শ্রী গোপাল চন্দ্র কর্মকার জানান শনিবার সকাল ৬ টার সময় আল আমিন মন্দিরের মহাদেব মুর্তি ভেঙ্গে চুরমার করে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় আল আমিনকে ধরে থানায় খবর দেই।
এনায়েতপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান মুর্তি ভাংচুর করে পালানোর সময় স্থানীয় লোকজন আল আমিন কে ধরে রাখে।খবর পেয়ে পুলিশ আল আমিন কে থানায় নিয়ে আসে।। এ ঘটনায় পালপাড়া কালমন্দিরের সভাপতি বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি ২৯৫ ধারা(ধর্মীয় অনুভুতিতে আঘাত) এর অভিযোগে আল আমিনকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছে।