মুদি দোকানির ঝুলন্ত মরদেহ-সিরাজগঞ্জের শাহজাদপুরে
শুক্রবার (২৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা পশ্চিমপাড়া গ্রাম থেকে শাহীন আলম (২৮) নামে এক মুদি দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শাহীন ওই গ্রামের আনছার আলীর ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শাহীন। শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।