মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে উল্লাপাড়ায় নানা কর্মসূচী
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
মুজিব বর্ষের ক্ষণগণনা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দু’দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন শনিবার সকালে এইচ.টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে শিশু কিশোর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১০টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, সহকারী পুলিশ সুপার গোলাম রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।