খেলা

মুজিবের রেকর্ডে বাংলাদেশের ‘তিন’

১৬ বছর বয়সী ছেলেটি প্রায় এক মাস আগেও ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেখান থেকে জাতীয় দলে উঠে এসেই গড়েছে রেকর্ড। একুশ শতকে জন্ম নেওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার! মুজিব উর রহমান কিন্তু এত অল্পেই সন্তুষ্ট হতে পারেনি। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৫ উইকেট নিয়ে গড়েছে দারুণ এক রেকর্ড—ওয়ানডেতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে আফগান এ অফ স্পিনার।

আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই জিম্বাবুয়েকে হারানোর পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আফগানিস্তান। অর্থাৎ চতুর্থ ম্যাচটা জিতলে ওয়ানডে সিরিজও জিতে নিত দলটি। এই ম্যাচে জিম্বাবুয়েকে কোনো পাত্তাই দেয়নি আফগানরা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায়। মূলত, দুই আফগান স্পিনার মুজিব ও রশিদ খানের কাছেই হেরেছে গ্রায়েম ক্রেমারের দল। মুজিব ৫০ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি রশিদের শিকার ২৮ রানে ২ উইকেট।