মুক্তিযোদ্ধা কোটা বহাল সহ ৫ দফা দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।
মোঃ ইউনুস আলী মিঠু (জাতীয় প্রেসক্লাব ঢাকা):
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ। এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম(চাকুরী প্রত্যাশী এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ) নামের সংগঠন। মুক্তিযোদ্ধাদের দাবির মধ্যে রয়েছে নৌকা প্রতীকে উপজেলা নির্বাচনে রাজাকারমুক্ত পরিবার ও মুক্তিযোদ্ধাদের কোটা, অবিলম্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তারদের তালিকা প্রণয়ন, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী চাকুরীতে ৩০ শতাংশ কোটা বহাল এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি। জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। তাই আমাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল করতে হবে।এবং আরো বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে রাজাকারদের কোন স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে যেন কোন রাজাকার বা তার বংশধররা অংশগ্রহণ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, আপনি নির্বাচন কমিশনকে বলে দেন, যেন নির্বাচনে কোন রাজাকার অংশগ্রহণ করতে না পারে।’ মানববন্ধন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা দাবি পূরণে সরকারকে এক মাসের আল্টিমেটাম দেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম মল্লিক, জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।