মুক্তিযোদ্ধাদের সাথে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না’র মতবিনিময় সভা
মাকছুদা খাতুন, সিরাজগঞ্জ;
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যও বীরঙ্গনামাতাদের সাথে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -২ সদর আসনের মনোনয়ন নিশ্চিত হয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদের রক্ত¯œাত বাংলার মাটিতে স্বাধীনতার বিপক্ষীয় শক্তি আবারও তৎপর। নানা অজুহাতে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করার অপপ্রয়াস চালাছে । তাই এদের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করা মুক্তিযোদ্ধাদের পবিত্র দায়িত্ব। তিনি তাঁর নিজের নির্বাচনী এলাকাসহ ৬টি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ জননেতা আনোয়ার হোসেন রতু। সভা সঞ্চালন করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান। বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ জুলফিকার আজাদ, এ্যাডঃ শুকুমার চন্দ্র দাস, আলহাজ¦ ইসাহাক আলী, আমিনুল ইসলাম চৌধুরী, এ্যাডঃ বিমল কুমার দাস, পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার-ইন-চীফ গাজী সোরহাব আলী প্রমুখ।
উপস্হিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, যুদ্ধকালনি বেসরকারি সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের সহ অধিনায়ক সোহরাব আলীসহ সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার প্রায় ৬ শ’ মুক্তিযোদ্ধা।