মুক্তিযুদ্ধের আলোকচিত্র,গ্রন্থ প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষের অভিভাবক, প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এ কাজটি করতে হবে প্রত্যেকের নিজ ঘর থেকেই। মুক্তিযোদ্ধাদের ঋণ বাঙ্গালী জাতি কোনদিন শোধ করতে পারবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি , গতকাল শনিবার রাতে জামালপুর পাবলিক লাইব্রেরিতে বরেণ্য সাংবাদিক সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবের মুক্তিযুদ্ধের আলোকচিত্র, গ্রন্থ প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। পরে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি মুক্তিযুদ্ধের আলোচিত প্রদর্শনী ঘুরে দেখেন।