মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৯ সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসের আয়োজনে, “মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০১৯ ” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটি’র প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেলে ৩টায় জেলাপ্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভাপতিত্ব করেন,জেলা মৎস্য কর্মকর্তা। আগামী ০৯ হতে ৩০অক্টোবর-২০১৯ পর্যন্ত মোট ২২দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে (সময়) “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৯ করা হবে বলে জানা যায়। প্রস্তুতি সভায় জেলামৎস্য কর্মকর্তাসহ মৎস্যে এর সহিত জড়িত বিভিন্ন মহলের মানুষেরর অনেকেই উপস্হিত ছিলেন।