সিরাজগঞ্জ

মা ইলিশ রক্ষায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন সদরের এসিল্যান্ড

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

“মৎস্য চাষে গরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জ জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০১৯ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সিরাজগঞ্জ কালেক্টরেট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।মুজিব সড়কে মাছের পোনা অবমুক্ত করেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।এরপর সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক (ভারঃ) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলায় চৌহালী উপজেলায় দুটি মা ইলিশ রক্ষা অভিযানে আইন অমান্য করার কারণে ১২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও ২,২২,০০০/-(দুই লক্ষ বাইশ হাজার) টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও তৎকালীন চৌহালীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। মা ইলিশ রক্ষা অভিযানে অসামান্য অবদান রাখায় সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, ভাইস চেয়ারম্যান মোঃ নাসিম রেজা নূরসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবীবৃন্দ।