মামলার স্বাক্ষী না হওয়ায় বাড়ী ভাংচুর,লুটপাট, এলাকা ছাড়া করার অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে মামলায় স্বাক্ষী না হওয়ার জের ধরে বাড়ী ঘর ভাংচুর লুটপাট ও খুন জখমের হুমকি দিয়ে ৪ মাস যাবৎ একটি পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ’ক্তভোগীর অভিযোগে সরেজমিনে জানা গেছে,সম্প্রতি উপজেলার আদ্রা গ্রামের কলিম উদ্দিনের ছেলে কালাম ও নিমাই মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেনের মধ্যে জমি বেচা-কেনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় ফিরোজ (৩৫)নামে এক ছেলে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার পিতা মোফাজ্জল বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাতে মোফাজ্জলের চাচা লাল মামুদ কে স্বাক্ষী মানতে চাইলে সে স্বাক্ষী দিতে আপত্তি জানায়।এর জের ধরে মোফাজ্জল ও তার লোকজন লাল মামুদের পরিবারকে হত্যা মামলায় আসামী করা হুমকি ধামকি’র এক পর্যায়ে ফিরোজ হত্যা মামলায় লাল মামুদের ছেলে আব্দুর রাজ্জাক ও স্ত্রী স্বপনাকে চার্যশিট ভুক্ত আসামী করে মামলায় অর্ন্তভুক্ত করে।
এ দিকে হত্যা মামলায় ডুকিয়ে তাদেরকে গ্রাম ছাড়া করে বাড়ীর আসবাবপত্র,গোলার ধান,৩টি গরু,ছাগল,হাস-মূরগী,মাঠে থাকা পাওয়ার টিলার,সেচ পাম্প সহ বসত ঘরে রক্ষিত সমস্ত মালামাল লুটে নিয়ে যায়।এ ছাড়াও বসত ঘরের ভিটা কুপিয়ে ডোবায় ফেলে। জমিতে বোর ধান কাটতে না দেয়ায় আবাদী ধান জমিতেই বিনষ্ট করে বলে স্থানীয়রা জানান।এ দিকে মোফাজ্জলদের নানা হুমকির মুখে লাল মামুদ তার পরিবার পরিজন নিয়ে মাদারগঞ্জে এক আতœীয়ের বাড়ী মানবেতর জীবন যাপন করছে বলে জানান।এ ঘটনায় আইনের আশ্রয় নিলে লাল মামুদের পরিবার পরিজন কে চীর দিনের জন্য বিদায় করা হবে মর্মে হুমকি অব্যাহত রেখেছে বলে লাল মামুদ দাবী করেন। স্থানীয় আলম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন,লাল মামুদ একজন সহজ সরল মানুষ। সে মামলায় স্বাক্ষী দিতে রাজী না হওয়ায় তাদেরকে হুমকি দিয়ে বাড়ী ছাড়া করে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে মোফাজ্জলের সুমন্ধি শাহজাহান বেপারী ঘটনাস্থলে এসে জানান লাল মামুদের বাড়ীর মামালমাল লুট নয়। স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে।