জাতীয়

মাধ্যমিকের লক্ষাধিক নতুন বই জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার ৮ জুলাই রাতে অভিযান চালিয়ে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি ইবতেদায়ী ও মাধ্যমিকের চলতি সালের ষষ্ঠ-থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিভাগের লক্ষাধিক (প্রায় আট টন) নতুন বই জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় ফকিরগঞ্জ গ্রামের রাজ্জাকের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি বই কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছে। পরে পুলিশসহ অভিযান চালিয়ে রাজ্জাকের বাড়ি সংলগ্ন একটি টিনের ঘর থেকে মাধ্যমিক ও ইবতেদায়ী বিভাগের বিভিন্ন শ্রেণির লক্ষাধিক নতুন বই পাওয়া যায়। এসময় রাজ্জাক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ধারনা করা হচ্ছে এর পিছনে বড় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তবে যেই এর সঙ্গে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।