মাদক বিরোধী বিশেষ অভিযানে, সিরাজগঞ্জ নারী সহ অাটক ১২
“চল যাই যুদ্বে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতোই সিরাজগঞ্জে চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। এই ধারাবাহিতায় ২৪/০৫/১৮ বুধবার, সিরাজগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, মিরাজ উদ্দিন অাহমেদ এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন অন্চলে বিশেষ অভিযান চালিয়ে দুই নারী সহ মোট ১২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
মাদক ব্যবসায়ীরা হলেন রেলওয়ে কলোনী এলাকার মো: মিলন হোসেনের স্ত্রী মোছা: হুসনেয়ারা বেগম একই এলাকার রেজাউল করিমের স্ত্রী মোছা: পপি খাতুন,অাব্দুল মালেকের ছেলে মো: সবুজ, মাহমুদ পুর এলাকার মো: হুরমুজ এর ছেলে মো: সালাম, ব্রাম্মনবাড়িয়া গ্রামের মো: কেরামত অালীর ছেলে জাকির সহ অারোও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে বিজ্ঞ অাদালতে সোপর্দ করে। সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
Just now · Sent from Messenger