দেশগ্রাম

মাদক বিরোধী বিশেষ অভিযানে, সিরাজগঞ্জ নারী সহ অাটক ১২

“চল যাই যুদ্বে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতোই সিরাজগঞ্জে চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। এই ধারাবাহিতায় ২৪/০৫/১৮ বুধবার, সিরাজগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, মিরাজ উদ্দিন অাহমেদ এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন অন্চলে বিশেষ অভিযান চালিয়ে দুই নারী সহ মোট ১২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

মাদক ব্যবসায়ীরা হলেন রেলওয়ে কলোনী এলাকার মো: মিলন হোসেনের স্ত্রী মোছা: হুসনেয়ারা বেগম একই এলাকার রেজাউল করিমের স্ত্রী মোছা: পপি খাতুন,অাব্দুল মালেকের ছেলে মো: সবুজ, মাহমুদ পুর এলাকার মো: হুরমুজ এর ছেলে মো: সালাম, ব্রাম্মনবাড়িয়া গ্রামের মো: কেরামত অালীর ছেলে জাকির সহ অারোও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে বিজ্ঞ অাদালতে সোপর্দ করে। সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
Just now · Sent from Messenger