মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি মুন্নার
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
সিরা সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এম পি। । কামারখন্দকে মাদকমুক্ত ঘোষণা করে এমপি মুন্না।সেই সাথে সিরাজগঞ্জ সদরকেও মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। তিনি বলেন যুদ্ধটা শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। পরিবার মাদক মুক্ত হলে প্রতিটি গ্রাম ইউনিয়ন পর্যায়ক্রমে উপজেলা মাদক মুক্ত হবে। দেশ মাদক মুক্ত করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে মাদক মুক্ত করা যাবেনা। জনগণকে এগিয়ে আসতে হবে। নিজের পরিবারকে মাদক মুক্ত করুন। পরিবারের সদস্যদের গতিবিধি, আচার, আচরণ, চাল চলন লক্ষ্য করুন, নিয়ন্ত্রণ করুন। সন্তানদের বই পড়ায়, খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকান্ডে,সামাজিক কাজে অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করুন। আত্মীয় স্বজনদের সঙ্গে, প্রতিবেশীদের সুসম্পর্ক বজায় রাখতে উদ্বুদ্ধ করুন। সন্তানকে স্বার্থপর করে গড়ে তুলবেন না। মাদকাসক্ত মানুষ আসলে অমানুষ। মাদকাসক্তরা নিজের সর্বনাশ করে, পরিবার ধংস করে, সমাজ নষ্ট করে, দেশের ক্ষতি করে।