শিল্প-সাহিত্য

মাটি তুমি চির খাঁটি

মাটি তুমি চির খাঁটি
আমার মায়ের মতো,
আমার ব্যথা সইছ কতো
লক্ষ কোটি শত।
তোমার বুকে মাথা রেখে
হৃদয়ে শান্তি আসে,
তোমার চেনা সবুজ মাঠ
দুই আঁখিতে ভাসে।
তোমার তরে গাছগাছালি
রূপ ঝলমল করে,
রূপের দ্বারা বয়ে চলে
লক্ষ বছর ধরে।
তোমার মাঠে কৃষাণ ভাইয়ের
নিত্য চলে চাষ,
সুখে দুঃখে তোমার বুকে
আমার বসবাস।
তোমার তরে সাগর নদী
বয়ে চলে বারো মাস,
কতো ব্যথা দিলাম তোমায়
আমায় দাওনি অভিশাপ।
আমার জনম তোমার কোলে
মরন তোমার বুকে,
তোমার কথা স্মরণ করি
আমার হৃদয় মুখে।
তোমার তরে পাখপাখালি
ডাকবে প্রভাত এলে,
আমার তন্দ্রা থাকবেনা আর
দুটি আঁখি মেলে।
ক্লান্ত আমি ঘুমোতে চাই
তোমার কোমল বুকে,
জাগিয়ে তুমি দিওনা আর
আমার চাওয়া সুখে।
তুমি আমার প্রথম পাওয়া
তুমিই আমার শেষ,
তোমার তরে কাটিয়ে দিলাম
একটি জনম বেশ।
তোমার তরে জনম লয়ে
গর্ব করি মনে,
তাইতো তোমায় হৃদয় মাঝে
রেখেছি কতইনা যতনে।

লেখা :মোঃ মহি উদ্দিন খোকন