“মা”কে নিয়ে রেজাউল করিমের ছোট কবিতা
মা
রেজাউল করিম
মাগো তুমি কেমন আছো
গ্রামের বাড়িতে?
আজ তোমায় পরছে মনে,
বুকের নিরে নিরে।
নিঝুম রাতে তোমার কোলে মাথা রাখলে,
আসতো নেমে ঘুম।
মাগো তুমি আদর করে দিতে আমায় চুমু।
বিকেল বেলায় খেলা শেষে
মা বলে দিতাম যখন ডাক,
আদর করে আমায় তখন
দিতে বেরে ভাত।
শিশু বেলায় তোমার কাছে
আসতাম যখন ছুটে,
অমনি তুমি নিতে আমায়
আদর করে বুকে।
আজ তোমায় পরছে মনে,
হৃদয় চিরে চিরে।
মাগো তুমি কেমন আছো
গ্রামের বারিতে?
কাজীপুর সিরাজগঞ্জ