মহাসড়কে গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাপায় রুবেল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি
স্থানীয় দুজন ব্যক্তি বলেন, কোন গাড়ি রুবেলকে চাপা দিয়েছে, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন।
শেরপুর পৌরশহরের উলিপুর নতুনপাড়ায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় শহরের হাজীপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গনি বলেন, বৃহস্পতিবার রাতের কোনো একসময় রুবেল হোসেন বাড়ি ফিরছিলেন। কোন গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা জানা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার রাতেই নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।