সিরাজগঞ্জ

মহালয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সময়ের পরিক্রমায় বছর পেরিয়ে আবারও আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গাপুজা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর সপ্তাহ খানেক বাদেই। এখন চলছে, পূজার প্রস্তুতি। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা নির্মাণের কাজ।

মৃৎশিল্পীরা মরণঘাতী করোনা ভাইরাসের দুশ্চিন্তা থাকলেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুর হার কমার কারণে আনন্দ-উৎফুল্ল হয়ে দিনরাত ২৪ ঘণ্টা প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন ।

ভক্তরা আসছেন পূজার প্রস্ততি দেখতে। মহামারির কারণে গতবছর সীমিত পরিসরে হলেও এবার আশা করছেন ধুমধাম করে পূজা উদযাপন করবেন।

শারদীয় দুর্গোৎসব। কৈলাস থেকে মর্ত্যে আসেন মা দুর্গা। অমানিশার অন্ধকার দুর করে শান্তি বিলিয়ে আবার স্বর্গের পথে কৈলাসে। মায়ের আগমন আর ফিরে যাওয়ার মধ্যের তিথিতেই হিন্দু ধর্মাবলম্বীরা ভাসে হর্ষ আর বিষাদের ভেলায়।

অদ্য বুধবার (০৬অক্টোবর) শুভমহালয়ার মধ্যে দিয়ে শুরু হলো দুর্গাপুজার আনুষ্ঠানিকতা। কাজও প্রায় শেষ পর্যায়ে। গতবছর করোনার কারণে আয়োজন ছিল স্বল্প পরিসরে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রত্যাশা বেড়েছে ভক্তদের।

এবারের শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব। সিরাজগঞ্জের ৮ টি উপজেলা, ২ থানা, সিরাজগঞ্জ পৌরসভা মিলে ৫৩৬ টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন করা হয়েছে।

শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা-উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতাদের সঙ্গে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে বিভিন্ন ধরনের দিক নিদের্শমূলক আলোচনাসভা করা হয়েছে । এছাড়াও শারদীয় উৎসবকে কেন্দ্র করে স্ব-স্ব উপজেলা প্রশাসন সবসময় মনিটরিং করবে এবং পুলিশ বাহিনীসহ কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত থাকবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু জানান, এবারও করোনার কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানাসহ অনেকগুলো নির্দেশনা মেনে পূজা আয়োজনের পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, আগামী ১০ অক্টোবর মহাপঞ্চমীর মধ্যে দিয়ে শারদ উৎসব শুরু হবে। তাই মন্ডপে মন্ডপে চলছে দেবী দুর্গার বর্ণিল সাজ-সজ্জার শেষ মুহূর্তের কাজ। প্রতিমায় রঙ করা হচ্ছে। পূজোর যাবতীয় উপকরণ, পূজো, পুষ্পাঞ্জলি প্রদান, চন্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভজন কীর্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানান প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। পূজোর দিন ঘনিয়ে আসায় শিল্পীদের এখন চরম ব্যস্ততা। রঙ-তুলির আঁচড়ের শেষ কাজটুকু করছেন তারা।