উল্লাপাড়া

মহানবী (সঃ)কে কুটক্তি করার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উল্লাপাড়া প্রতিনিধিঃ

ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি উম্মুল মু’মিনিন হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ।

সোমবার সকাল ১০ টায় উল্লাপাড়া উম্মুক্ত মঞ্চে উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধন শেষে উম্মুক্ত মঞ্চ থেকে এক বিশাল মিছিল বের হয় । মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উম্মুক্ত মঞ্চে এসে শেষ হয় ।

মিছিলের আগে উপজেলা ওলামা পরিষদের আহবায়ক ও এনায়েতপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া মহিলা মাদ্রাসার খতিব – মাওলানা মোঃ মনিরুল ইসলাম, মাওঃ মোঃ আব্দুল জব্বার প্রমুখ, বক্তারা মুসলিম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ)কে উদ্দেশ্য করে ভারতের ক্ষমতাসিন বিজেপি দলীয় দুই নেতার দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ধর্মপ্রাণ মুসলমানরা ।

মানববন্ধন চলাকালে প্রতিবাদে বক্তারা বলেন, আমরা মনে করি ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবী (সঃ) কে নিয়ে কটুক্তি করা হয়েছে৷ এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের দরবারে জবাবদিহি করতে হবে৷ একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী কর্মকান্ড করেই যাচ্ছে ৷ আমরা এ সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করে ৷ সেই সাথে সাম্প্রদায়িকতা ছেড়ে ভারতের মুসলিমদের শান্তিপূর্ণ ভাবে বসবাসের সুযোগ দেওয়ার আহ্বান জানায় ৷