সিরাজগঞ্জ

মহানবীকে অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রদের বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক  ঃ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে, সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বৃন্দ।

১৩ জুন সোমবার বেলা ১২:৩০ মি‌নি‌টে ক‌লেজের ক্লাস শে‌ষে প্রায় ৩ শতা‌ধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত দুই বিজিপি নেতার স্থায়ী বহিষ্কারের পাশাপাশি বিজেপি প্রধানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়াসহ পাঁচ দফা দাবির কথা জানান।

মিছিলটি সিরাজগঞ্জ সরকারি কলেজের
ক্যাম্পাস থে‌কে বের হ‌য়ে শহ‌রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে একই জায়গায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে ক‌লে‌জের একাধিক শিক্ষার্থী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মুসলিমের অহংকার ও কলিজার টুকরা হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করা মুসলিম সমাজ কখনো মেনে নিবে না। বিষয়টি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা এর বিচারের দাবি করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

এসময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, অভিযুক্ত বিজেপির দুই নেতা ও বিজেপির প্রধানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, প্রায় ৯০ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বাংলাদেশ হতে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে, অনতিবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাসূল (সা.) ও ইসলামের নির্দেশনাবলী অবমাননাকরীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং জাতিসংঘ ও ওআইসি কর্তৃক রাসূল (সা.) ও ইসলামরের নির্দেশনাবলী অবমাননাকরীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।