মরে যাবো তবু বলবো সেবা দিয়ে মরছি করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি

আবির হোসাইন শাহিন , স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকায় করোনা আক্রান্ত ‘ডাঃ হামিদা আক্তার সেঁওতি’-র ফেসবুক টাইমলাইন থেকে নেয়া “সবাই বলছে কাউকে বলো না। কেন বলব না??আমি তো কোনো দোষ করি নাই।আমি আপনাদের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছি।লকডাউনে যখন আপনারা বাড়িতে বসে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে দুশ্চিতাগ্রস্হ ছিলেন তখন আমি হয়তো কোনো কোভিড ১৯ পজিটিভ ব্যাক্তির পাশে দাড়িয়ে ।হ্যা আমি কোভিড ১৯ পজিটিভ।এতে আমার কোনো লজ্জা বা ভয় বা আফসোস নাই।বরং আমি খুব গর্বিত।কারণ আমি শেষদিন পর্যন্ত কাজ করে এসেছি।এখন যদি মরেও যাই আমার আফসোস থাকবে না।কারণ আমি ডাক্তার হিসেবে যে শপথ নিয়েছিলাম তা পালন করে এসেছি।

আমি যতদিন পেরেছি আপনাদের জন্যে হাসপাতালে এবং মাঠে কাজ করেছি।যেদিন আমার মনে হল আমার নিজেরই স্যাম্পল পাঠানো দরকার,আমি সাথে সাথে স্যাম্পল পাঠিয়ে নিজেকে কোয়ারান্টাইনড করেছি।আমার পক্ষে যতদুর সম্ভব মানুষ এড়িয়ে চলেছি।নিজের বাড়িতেও ফিরিনি যহেতু আমারো পরিবার আছে,বাড়িতে বৃদ্ধ শ্বশুর শ্বাশুড়ি আছেন।তারপরো আজ আমার এলাকার মানুষের কাছে(যে এলাকায় ভাড়া থাকি)যে ব্যবহার পেয়েছি আমি ও আমার স্বামী তা আমি কোনোদিন ভুলব না। একটা কথা বলে যাই…নগর পুড়লে কি দেবালয় এড়ায়????? আগামী বছর বেঁচে থাকলে এই স্মৃতি টা ভেসে উঠবে ফেবুর পাতায়। শুভ নববর্ষ,১৪২৭!সবার মঙ্গল হোক।” উল্লেখ্য উনি ব্রাজ্ঞনবাড়িয়া স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত ছিলেন। বর্তমানে উনি এবং উনার স্বামী নগরীর এস.কে হাসপাতালে কোভিড-19 চিকিৎসাধীন আছেন। ডাক্তার হামিদা আক্তার সেঁওতি আপনি আবার ফিরে আসবেন বীরের মতো দেশবাসীর এই প্রত্যাশা, আপনি একজন সাহসী বীর, স্যালুট আপনাকে শতকোটি। মহান আল্লাহপাক এই ডাক্তার দম্পতিকে সুস্থ করে তুলুন। আমিন.

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.