লাইফস্টাইল

মধুমতির বিষাদ কথা

নবাব নাসির।

গল্পটা একটি কোমল নারীর। বেদনা বিধুর নিষ্ঠুর এক করুন পরিনতির। গল্পটা একটি ভালোবাসার গল্প। এমন গল্প নিয়েই সুমন বিস্বাস নির্মাণ করেছেন ওয়েব সিরিজ মধুমতি। আগামি ২২ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৯.০০টায় ইউটিউব চ্যানেল এসফ্লিক্স এ দেখা যাবে নিয়মিত প্রতি শুক্রবার। ওয়েব সিরিজ মধুমতি অভিনয় করেছেন কল্যান করাই, মিশু সাব্বির, বড়দা মিঠু, শিরিন আক্তার, বদ্যনাথ ও রেশমা আক্তার মুক্তা । কথা হয় মধুমতি ওয়েব সিরিজের প্রধান নারী চরিত্র রেশমা আক্তার মুক্তা সাথে। তিনি বলেন মধুমতিতে আমি একজন মফসলের মেয়ে। প্রেমিকের অপমৃত্যু মেনে নিতে না পেরে শেষ পযর্ন্ত অত্বহত্যা পথ বেছে নিতে হয়। গল্পের মুল ভাবনা টা ছিল আমার নিজেরই। সুমন গল্পটাকে নাট্যরুপ দিয়েছেন। গল্পটার চরিত্র টা একটু ক্রিটিক্যাল হওয়াই আমি একটু ভিতু ছিলম। কল্যাল ভাই সবিবর, বড়দা মিঠু সবাই সহযোগীতা করেছেন। আশা করি দর্শকদের ভাল লাগবে।