উল্লাপাড়া

ভ্রাম্যমান আদালতের অভিযানে উল্লাপাড়ায় অবৈধ চায়না জাল কারখানা বন্ধ, মালিককে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

বুধবার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরতনপাড়া গ্রামে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় এই কারখানার মালিক ঈশ্বর কুমার হলদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় কারখানা প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন।

নাহিদ হাসান খান জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা ঈশ্বর কুমার বেশ কিছুদিন ধরে নবরতনপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে গোটা চলনবিল এলাকায় বিক্রি করে আসছিলেন। আর এসব কারনে নিধন করা হচ্ছিল শিকার অনুপযোগী ছোট মাছ। গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তিনি উক্ত চায়না কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিচারকার্য শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা থেকে জব্দ করা সামগ্রী থেকে ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল পুড়িয়ে দেওয়া হয়।