ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ
খাইরুল ইসলাম ,( কামারখন্দ প্রতিনিধি) :
কামারখন্দে যুব উন্নয়ন অধিদপ্তরে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ(টেকাব)”শীর্ষক কারিগরি সহয়তা প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে একমাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর ৩৮তম ব্যাচে সমাপণী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০জুন)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার আঃফঃমঃনজরুল ইসলাম সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
প্রধান প্রশিক্ষক মোঃরেমন ইবনে ইসলাম বলেন, শিক্ষার্থীরা এ সনদ দিয়ে যুব উন্নয়ন হতে ঋন, যেকোন চাকুরী তে কম্পিউটার প্রশিক্ষণ এর অভিজ্ঞতা হিসেবে প্রদশর্নের সুযোগ সুবিধা পাবে। তিনি আরো জানান,
মোট এই ভ্যানের মাধ্যমে রাজশাহী বিভাগে ৩৮ উপজেলা প্রশিক্ষণ সম্পন্ন। মোট প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষাথীর সংখ্যা ১৫২৬ জন,
এছাড়াও উপস্থিত ছিলেন,উপ পরিচালক স্বপন কুমার কর্মকার,উপজেলা কৃষি অফিসার আনোয়ার সা্দাত, সহকারী প্রশিক্ষকসহ বিভিন্ন চাকুরীজীবী। প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।